নিজস্ব প্রতিবেদক:
ফেনীর ধর্মপুর ইউনিয়ন তাঁতী লীগের সহ-সভাপতি রেজাউল করিমকে অপহরণ করে হাতে-পায়ে গুলি ও পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকার ও তার চাচাতো ভাই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনসহ তার ক্যাডার বাহিনীর ১৯ সদস্যকে আসামি করে বৃহস্পতিবার মামলা করেছেন নিহতের বাবা আবদুল হক। জানাজায় মঙ্গলবার রাতে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান এম আজারুল হক আরজুর বাড়ির সামনে তার অনুসারীদের আয়োজিত ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠান শেষে রাত ২টার দিকে রেজাউল করিম বাড়ি ফিরছিলেন। পথে জোয়ারকাছাড় থেকে ধর্মপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক সরোয়ার হোসেনের নেতৃত্বে মানিক, বাপ্পি, জনি, রাসেল তাকে অপহরণ করে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকার বাড়িতে নিয়ে হাতে-পায়ে গুলি ও মাথায় আঘাত করে ক্ষতবিক্ষত করে। পরে অপহরণকারীরা রেজাউল করিমকে তার বাড়ির পাশে রাস্তায় ফেলে রেখে যায়। আহত রেজাউল করিমকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বুধবার সকাল সারে ১০টায় মৃত্যু হয়। পুলিশ বুধবার দুপুরে শাহাদাত হোসেন সাকার বাহিনীর সদস্য রফিকুল ইসলাম মানিককে আটক করে।