মাে. ইমাম উদ্দিন সুমন , নােয়াখালী প্রতিনিধি :
সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাে আলী আক্কাছের পিতা মাে. আকবর আলী ওরফে লেদু সর্দার বৃহস্পতিবার বিকল ৪টা ১৫মিনিট বার্ধ্যক্যজনিত কারণে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইনানিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৯৩ বছর। শুক্রবার সকাল ৯টায় সুবর্ণচর উপজেলা স্বা¯্য কমপ্লেক্স মাঠে যানাজার শেষে তার বাড়ি সংলগ্ন মসজিদের পার্শ্ব দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শােকের ছায়া নেমে আসে। সুর্বণচর উপজেলার নানা সামাজিক সংগঠন তার মৃত্যুতে শােক প্রকাশ করেছেন। যানাজায় উপ¯িত ছিলেন ৫নং চরজুবিলী ইউনিয়ন চেয়ারম্যান মাে. হানিফ চৌধুরী, দক্ষিণ চরজব্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নাসিম ফারুকী, চ্যানেল এস ,সময়ের কণ্ঠস্বর, নােয়াখালী প্রতিদিন, জেলা প্রতিনিধি মাে ইমাম উদ্দিন সুমন, সাংবাদিক আবুল বাশার, সমাজসেবক সাহাব উদ্দিন স্বপন, আব্দুল হক চৌধুরী, নিজাম মেম্বার সহ আরা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।