ফেনী প্রতিনিধি :ফেনীতে লিগ্যাল এইড কমিটির উদ্যোগে শুক্রবার সকালে “লিগ্যাল এইড দিবস ২০১৭ “উপজেলা র্যালী ও অালোচনা সভা অনুৃষ্ঠিত। কমিটির চেয়ারম্যান ও দায়রা জর্জ আমিনুল হক র্যালীতে নেতৃত্ব দেন।
অারো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অামিন উল অাহসান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকার প্রমুখ।