লক্ষীপুরের রামগতিতে সাংবাদিকের উপর হামলা

 

 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

লক্ষ্মীপুরের রামগতিতে ঈদের ছুটিতে গ্রামের বাড়ীতে  বেড়াতে গিয়ে  সাংবাদিক বাবু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার (২৮ জুন) বিকালে উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক মাহবুবুর রহমান বাবু নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ প্রেস এর নোয়াখালী ব্যুরো চিফ ও সাপ্তাহিক নোয়াখালীর কথা স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, স্থানীয় ওয়ার্ড মেম্বারের দূর্নীতির সংবাদ প্রকাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার  জের ধরে  মেম্বার ফরহাদের নির্দেশে তার সহযোগি   মাইন উদ্দিন, নুর উদ্দিন, রাসেল ও ওসমান গণি সহ অন্তত ১২/১৫ জন পরিকল্পিতভাবে এ হামলা চালায়।হামলাকারীরা লাঠি ও ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁকে আঘাত করে আহত করে।হামলার পর ওই সাংবাদিক ও তার পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন বলে জানা যায়।

আহত সাংবাদিক মাহবুব বলেন, স্থানীয় ওয়ার্ড মেম্বাররে দূর্নীতির তথ্য প্রকাশ করায় তার পালিত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, হামলার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ পেলে অাইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *