এমদাদ খান, খাগড়াছড়ি :
মাটিরাঙ্গায় কর্মকালীন সময়ে সহযোগিতার জন্য মাটিরাঙ্গাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, বদলী জনিত কারণে আমি মাটিরাঙ্গা থেকে বিদায় নিলেও নিজেকে মাটিরাঙ্গার বাসিন্দা হিসেবেই মাটিরাঙ্গাকে নিজের অন্তরে লালন করবেন। স্থায়ী বাসিন্দার সনদ পেলেই প্রকৃত বাসিন্দা হওয়া যায়না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার বিকালের দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ আয়োজিত বিদায়ী বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু‘র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক। সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: মনছুর আলী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী ও মাটিরাঙ্গা মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আশরাফ উদ্দিন খোন্দকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো: শাহ আলম মিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক মাটিরাঙ্গার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমানের কর্মকালীন সময়ের প্রশংসা করে বলেন, তিনি মাটিরাঙ্গাকে বদলে দিয়েছেন। আমাদেরকে বদলে যেতে শিখিয়েছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তার কর্মতৎপরতার ভুয়সী প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ, মাটিরাঙ্গা পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাক্তির পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান‘র হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো: মোহতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: হারুনুর রশীদ ফরাজীসহ বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।