মহাজোট প্রার্থী মাসুদ চৌধুরীর সমর্থনে ঐক্যবদ্ধ সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ

সৈয়দ মনির আহমদ, ফেনী >>

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহাজোট মনোনীত প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সমর্থনে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ চর মজলিশপুর, বগাদানা, চর দরবেশ ও চর ছান্দিয়া  ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৃথক পৃথক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। ফেনী-৩ আসনের সোনাগাজী -দাগনভুঞার আওয়ামী লীগ ও মহাজোটের সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং ৩০ ডিসেম্বরের নির্বাচনে লাঙ্গলে বিজয় সুনিশ্চিত। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি- জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হলে কেউ হারাতে পারবেনা।

 

আরও বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, উপজেলা চেয়ারম্যান কামরুল আনাম, জেলা জাতীয় পার্টির সভাপতি নাজমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ , 

 

ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, রবিউজ্জামান বাবু, মোহাম্মদ ইসহাক খোকন, নুরুল ইসলাম ভুট্টো, মোশারফ হোসেন মিলন, চর দরবেশ ইউনিয়ন আ’লীগ  সভাপতি- সাহাবুদ্দিন, , চর ছান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেলিম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক- আবদুর রহিম মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিন চৌধুরী প্রমুখ।

অপরদিকে ওইদিন সকালে, দাগনভুঞার সিন্দুরপুর, রাজাপুর, গজারিয়া ওবেকের বাজারে গনসংযোগ করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ চৌধুরি। এসব গনসংযোগে দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ভাইস চেয়ারম্যান মামুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি- কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *