প্রেস বিজ্ঞপ্তি :
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর’২০১৮ খ্রিঃ মহান বিজয় দিবস সাড়ম্বরে উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকারীগণ’সহ সংশ্লিষ্টদের সুষ্ঠু গমনাগমনের জন্য এক বিশেষ ট্রাফিক পুলিশী ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়েছে।
এ লক্ষ্যে আগামী ১৬ডিসেম্বর ভোর ৫ ঘটিকা হতে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতলা, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, তিনপুল ও বৌদ্ধমন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে (ভিভিআইপি গাড়ি ব্যতিত) সকল ধরণের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া শহীদ মিনারে আগত সকল শ্রদ্ধা নিবেদনকারীগণ নগরীর সিনেমা প্যালেস হয়ে পায়ে হেঁটে শহীদ মিনারে প্রবেশ করবে এবং শ্রদ্ধা নিবেদন শেষে সকলে পায়ে হেঁটে শহীদ মিনার হতে রাইফেল ক্লাবের সামনে দিয়ে বের হয়ে যাবে।
মহান বিজয় দিবস সুন্দরভাবে পালনসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে উপরোক্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে মেনে চলার জন্য শ্রদ্ধার্ঘ্য নিবেদনকারীসহ সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।