চট্টগ্রাম ব্যুরো : ৮ নভেম্বর সকাল ১১ টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের সভা কক্ষে টিএমএসএস এর আয়োজনের Skills for Employment Investment Program(SEIP)প্রকল্পের প্রশিক্ষণার্থীবৃন্দ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এমপ্লোয়ার্স মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার (উপসচিব),অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),চট্টগ্রাম ও মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),চট্টগ্রাম।
টিএমএসএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল কাদের ,উপ-নির্বাহী পরিচালক-১ এবং নিগার সুলতানা পরিচালক (আইসিটি)।পিকেএসএফএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, আবুল কাশেম ,উপ মহাব্যবস্থাপনা (কার্যক্রম) ও SEIP সমস্বয়কারী । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,আবদুল মান্নান আসিফ চট্টগ্রাম ফ্রীল্যান্সার এ্যাসোসিয়েশনের সেক্রেটারী,,চট্টগ্রাম চেম্বার অব কমার্স প্রতিনিধি দল, SELP প্রকল্পের প্রশিক্ষণার্থীর দল।
মতবিনিময়কালে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, সার্টিফিকেট হলো একটা টিকেট কর্মসংস্থানে ঢুকার,বাকিটা আপনার দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করবে আপনার সুপ্রতিষ্ঠা ।এই (SEIP)প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করে সারাবিশ্বের সাথে প্রতিযোগিতা দিয়ে কাজ করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন ।তাছাড়া আরো বলেন, মানুষের মধ্যে জড়তা দূর করলেই বেকারত্ব দূর করা সম্ভব ।উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীবৃন্দ মধ্যে থেকে বলেন, জানার আগ্রহ থাকতে হবে কাজ করতে হবে,কাজের আগ্রহই আপনাকে উন্নতি করবে ।
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য নিরসনে কাজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৯০ সালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)প্রতিষ্ঠিত হয়। কর্মসংস্থানের লক্ষে পিকেএসএফ কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহগযোগিতায় Skills for Employment Investment Program(SEIP) কর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা উন্নয়নে বিনিয়োগ কর্মসূচি প্রকল্পটি বাস্তবায়ন শুরু করেছে। এই (SEIP) প্রকল্পের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাজারে কর্মসংস্থান এবং আত্নকর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করে প্রশিক্ষণার্থীবৃন্দ আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করা।