অাদালতে প্রমানিত হবে মুক্তিযোদ্ধা কম্যান্ডার শহীদ নুরুল অাফছার এর খুনি কারা?

অাদালতে প্রমানিত হবে মুক্তিযোদ্ধা কম্যান্ডার শহীদ নুরুল অাফছার এর খুনি কারা?

সাম্প্রতিক সময় অাফছার হত্যার বিচার প্রসঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে F I R করার নির্দেশনা যখন অাসে, ঠিক তখনি বিভিন্ন মহলের নানাবিধ প্রতিক্রিয়া অাসে ! যেমন – মুক্তিযোদ্ধা ও সোনাগাজী উপজেলার একাধিক মুক্তিযোদ্ধা কম্যান্ডার ভাইদের মানব বন্ধন এবং প্রতিবাদ সভা করে তাদের প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন !

 

কেন করেছেন? মুক্তিযোদ্ধা অাফছার হত্যার সাথে অপরাপর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার’রা জড়িত থাকার কারনে তাদের বিরুদ্ধে মামলায় অভিযোগ দায়ের করা হয়! এরই মধ্যে সাময়িক উত্তেজনাও লক্ষকরা যায়।

 

প্রিয় পাঠক ফোরাম, ১৯৭১সালের ১৬ই ডিসেম্বর দেশ শত্রু মুক্ত হয়। কিন্তু সোনাগাজী ৬ই ডিসেম্বর মুক্ত হয়ে গিয়েছিল ! ঐ সময় সোনাগাজীতে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার ছাড়া অার কোন শত্রু বাহিনী ছিল না।

 

সোনাগাজী থানার অধিকাংশ মুক্তিযোদ্ধা কম্যান্ডার’রা অত্যান্ত শীতল পরিবেশে নুরুল অাফছার সহ থানায় সংলাপে বসেন। এরই মাঝে গুলির অাওয়াজ !! কারফিউ জারী !! লোকজন এদিক সেদিক দৌড়া দৌড়ী !! খবর প্রচার হলো কম্যান্ডার নুরুল অাফছার’কে মেরেফেলা হয়েছে!

শত্রু মুক্ত পরিবেশে সহযোদ্ধাদের হাতে কেন নুরুল অাফছার মারাগেলো? কে গুলি করলো?  কেন গুলি করলো ? সে দিন একে একে সব কম্যান্ডার’রা থানা থেকে বেরহয়ে অাসলো,শুধু নরুল অাফছার অাসলোনা !! অাজকে নুরুল অাফছার হত্যা মামলার অাসামি হওয়ার পর মানব বন্ধন কেন ? অাফছার’কে মেরেফেলা হয়েছে যেমন সত্যি, তেমনি অভিযুক্ত কারীদের মাঝেও গুলিকরে হত্যাকারী মুখোশ পরে অাছে সত্যি !!

 

সেদিন থানায় কি ঘটেছিল মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে এবং দেশবাসী সত্য ঘটনা’টা অভিযুক্ত কারীদের মুখে জানতে চায় !!!

লেখক – মো. মোস্তফা,  সহযোগি মুক্তিযোদ্ধা ও পল্লী চিকিৎসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *