সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার তালিকাভু্ক্ত শীর্ষ সন্ত্রাসী ও উপকুলিয় জলদস্যু সর্দার আকবরকে শুক্রবার রাত ১১টায় গ্রেফতার করেছে মডেল থানার এসআই ডালিম মজুমদার ও সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানান, ধৃত অাকবর এর বিরুদ্ধে ৬ টি মামলায় ওয়ারেন্ট ও একটি মামলায় ৬ মাসের সিআর সাজা রয়েছে।