সোনাগাজী প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সোনাগাজী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার(১০জানুয়ারী) বিকালে ভোরেরকাগজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ । তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতিত, নিপিড়িত ও বঞ্চিতদের অধিকার রক্ষায় কাজ করছে ঐক্য পরিষদ।
সম্মেলনের সফলতা কামনা করে তিনি আশা করেন সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হবে। ঐক্য পরিষদ সোনাগাজী শাখার আহবায়ক মাস্টার সুনীল রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব জগবন্ধু দেবনাথ’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী মো. হানিফ, ঐক্য পরিষদ’র পৌর আহবায়ক ডা. শুকলাল দেবনাথ, সদস্য সচিব গৌরাঙ্গ দেবনাথ, চর ছান্দিয়া ইউনিয়ন সভাপতি অসিম দাস, চর মজলিশপুর ইউনিয়ন সাধারন সম্পাদক রাজেন্দ্র , উপজেলা কমিটির সদস্য উত্তম কুমার প্রমূখ।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে ঐক্য পরিষদ সোনাগাজী শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য জেনারেল(অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।