সোনাগাজীতে সমুদ্রবন্দর ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করলেন ভাষাসৈনিক শামসুল হুদা

ফেনী প্রতিনিধি :
একুশে পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদাকে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিল্প ও উন্নয়ন করপোরেশন (বিআইডিসি) সোনাগাজী শাখা, সোনাগাজী প্রেসক্লাব এবং বঙ্গবন্ধু পরিষদ। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষা সৈনিক শামসুল হুদা বলেন, সাগরস্নাত সোনাগাজী ভৌগলিক কারনে অত্যন্ত গুরুত্বপুর্ন ও সমৃদ্ধ অঞ্চল। এখানে সমুদ্রবন্দর, টেকনিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিল্পাঞ্চলের জন্য অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্ত মালিকগণ যাতে ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে হবে।

শামসুল হুদা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প , উন্নয়ন ও শিক্ষা বান্ধব। তাই আমি আশাকরি বর্তমান মেয়াদে এ অঞ্চলের উন্নয়নমূখি জনগনের দাবি বাস্তবায়ন করবে আওয়ামী লীগ সরকার।

সভায় বিআইডিসি সোনাগাজী শাখা সভাপতি নুর আলম মিস্টার’র সভাপতিত্বে এবং সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ’র সার্বিক পরিচালনায়

বক্তব্য রাখছেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইডিসি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন , জেলা আ’লীগ নেতা ডা. গোলাম মাওলা, পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ, পৌর আ’লীগ সভাপতি ইমাম উদ্দিন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ,

পৌর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার লিয়াকত আলী খান, প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী হানিফ, যুগ্ন সম্পাদক বাহার উল্লাহ, প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য আফতাব হোসেন ভূঞা, সাবেক ছাত্রনেতা শফিকুল মাওলা, মুক্তিযোদ্ধার সন্তান নুরুল করিম সাইফূল, জেলা যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন, উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন টিপু, স্বাস্থ্য সম্পাদক পলাশ দাস, সহ সম্পাদক শিমুল মোমিন প্রমূখ।

শামসুল হুদাকে ফুলেল শুভেচ্ছা জানান সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ ।

এ সময় বিআইডিসি সোনাগাজী শাখা, সোনাগাজী প্রেসক্লাব বঙ্গবন্ধু পরিষদ এবং আ’লীগ ও সহেযাগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংবর্ধিত অতিথি ভাষা সৈনিক শামসুল হুদার হাতে সম্মাননা ক্রেষ্ট , সোনাগাজীর উন্নয়নের ৭দফা দাবির প্রস্তাবনা ও অধিগ্রহনে ক্ষতিগ্রস্তদের আবেদন তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *