ফেনীতে এনডিপি থেকে জাতীয় পার্টিতে যোগদান

 

ফেনী প্রতিনিধি :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে ২৮ এপ্রিল শুক্রবার ফেনী জেলা জাতীয় পার্টির জেলা কার্যালয়ে জাতীয় পার্টি ফেনী জেলা শাখার আহবায়ক ও পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রিন্টু আনোয়ারের হাতে ফুলের তোড়া দিয়ে ফেনী জেলা এনডিপি’র সভাপতি মাষ্টার শাহজাহান ও দীর্ঘ দিন নিষ্কীয় থাকায় জাপা নেতা গাজী উল হক জাতীয় পার্টিতে যোগদান করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, জাতীয় যুব সংহতি ফেনী জেলা সভাপতি রেজাউল গণি পলাশ, সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর নয়ন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সদর উপজেলা আহবায়ক মো. নুর নবী ও জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক বাবলুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

যোগদানকারীদের উদ্দেশ্যে রিন্টু আনোয়ার বলেন- জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দল। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসন আমল ছিল উন্নয়ন ও শান্তির মডেল। বাংলার জনগণ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *