দাগনভুঞার প্রতাপপুর জমিদার বাড়ী || হতে পারে সম্বাবনাময় পর্যটন কেন্দ্র

দাগনভূঞা প্রতিনিধি : ফেনীর দাগনভুঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি খ্যাত বড় বাড়িটি বর্তমানে মাদকসেবী ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে। প্রতিদিন এই বাড়ি দেখতে অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে। স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের জমিদার বাড়ি খ্যাত বড় বাড়ির লোকজন ১৯৯৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ডাকাতি,লুটপাট ও হামলার কারনে সকল পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

 

সরজমিনে ঘুরে দেখা যায়,বিশাল এই বাড়িতে পুরাতন প্রায় ১০টি প্রাচীন দালান কোঠা ও ১৩টি পুকুর রয়েছে। প্রাচীন এই বাড়িটি দেখতে আশে পাশের এলাকা থেকে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমায়। দাগনভূঞা ও সেনবাগ সীমাস্তবর্তী এলাকা প্রতাপপুর গ্রাম হওয়ায় আশে পাশের এলাকার বখাটে, মাদকসেবী ও সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিনত হয়েছে বাড়িটি। সকাল থেকে দর্শনার্থী ছাড়াও বখাটে,মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা দেখা যায়। স্থানীয় এলাকাবাসী ওই বাড়িতে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার শিকারও হন। এলাকাবাসীরা জানান, জমিদার বাড়িটি প্রতাপপুর গ্রামের ঐতিহ্য। দাগনভূঞা উপজেলায় কোথাও দর্শনীয় কোন স্থান না থাকায় প্রাচীন এই বাড়িটি দেখতে প্রতিদিন আশে পাশের এলাকার লোকজন ভিড় জমায়। কিন্তু বহিরাগত বখাটে,মাদকসেবী ও সন্ত্রাসীদের অপকর্মের কারনে আমরা বিব্রত অবস্থায় পড়ে যাই। বাড়িটি প্রতাপপুর গ্রামের ঐতিহ্য, কিন্তু বহিরাগত সন্ত্রাসীদের আড্ডার কারনে এলাকার ভাবমূর্তি নষ্ট হওয়ার পথে। বাড়িটিতে সন্ত্রাসীদের আড্ডা বন্ধ, নিরাপত্তা প্রদান ও সংরক্ষনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতার দাবি এলাকাবাসীর।

 

সম্পাদনা/ এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *