স্টার লাইন পরিবহণের সুপারভাইজার ও চালকের চরম দূরব্যবহারের শিকার যাত্রীরা

 

সাখাওয়াত হোসেন সাখা:

পরশুরাম থেকে ছেড়ে স্টার লাইন মুন্সীরহাট বাজার থেকে ছাড়বে ভোর ৪ :৪৫ মিনিটে যথারীতি কাউন্টারে বসে আছে যাত্রীগন। গাড়ি আসতেছে গাড়ি আসতেছে বলে ভোর ৫:১০ তবু ও গাড়ি আসেনা। যাত্রীরা কাউন্টার ম্যানেজার কে জিজ্ঞাস করলেন ঐনি বললেন এইতো গাড়ি চলে আসতেছে! সময় যায় ভোর তখন সকালের দিকে তখনও গাড়ি আসিতেছে। যাত্রীগন উত্তেজিত হয়ে কাউন্টার ম্যানেজার কে জিজ্ঞেস করছে কখন আসবে? ঐনি আবার ও বলিলেন গাড়িতে আসিতেছে!

এতপর সোনার হরিণ স্টার লাইন পরিবহণ টি আসিয়া পৌছিলো মুন্সীরহাট কাউন্টারে ঘড়ির কাটায় তখন মাত্র ৫:৪০ মিনিট।

এক যাত্রী সামান্য উচ্চস্বরে সুপারভাইজার সাহেবকে জিজ্ঞাস করিলো ভাই ৪:৪৫ ফাস্ট টিপ এত দেরি কেন? তখনি শুরু হলো তুলকালাম! সুপারভাইজার সাহেব, হেলপার সাহেব ও শেষ মেষ ড্রাইভার সাহেব নেমে যাত্রীদের সাথে আক্রমনাতর্ক ভাবে শুরু করিলো ক্ষমতা জাহের!!!! ইচ্ছে হলে যাবেন না হয় যাবেন না আপনাদের কে আমরা বাড়ি থেকে ডেকে আনছি নাকি! দেরি হইছে কেন তার কপিয়ত আপনাদেরকে দিতে হবে নাকি?

প্রশ্ন হলো ভোর ৪:৪৫ মিনিটের গাড়ি টি যখন ৫:৪০ মিনিটে আসলো তখন যাত্রীগন গাড়িটি দেরিতে আসল কেন এই কথা জিজ্ঞাস করা কি অন্যায় হইছে?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *