রাউজানে কম্পিউটার প্রশিক্ষন শেষে সনদপত্র ও পুরষ্কার বিতরণ 

 

মো. অালাউদ্দীন :

‘শুধু শিক্ষিত নয়, চাই তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত জাতি’ শ্লোগানকে সামনে নিয়ে সম্পন্ন হয়েছে রাউজান উপজেলা যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সনদপত্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। আজ বুধবার, (১৭-জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার এ.কে.এম ফজলুল কবির অডিটোরিয়ামে আইসিটি নলেজ লিঃ রাউজান শাখার ব্যবস্থাপনা পরিচালক মো খোরশেদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মঈনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক মীর আসলামসহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. মোরশেদ। অনুষ্ঠান শেষে ৫১২ জন প্রশিক্ষিত যুবক- যুবতীর মধ্যে সনদপত্র প্রদান করা হয়। সভায় শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরষ্কার গ্রহণ করেন মো. জামান উদ্দিন, এস.এম. এরশাদ, মো. আশরাফুল,  মো. মোরশেদ। তৃণমূল পর্যায়ে আইসিটি নলেজ পৌছে দেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো.খোরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *