জাহিদ হাসান জিহাদ,
গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার অভিযান চালিয়ে তিন সহস্রাধকি অবৈধ গ্যাস সংযোগ বচ্ছিন্নি ও ৩ কলিোমটিার পাইপ লাইন অপসারণ করছে। গাজীপুরের নির্বাহী ম্যাজষ্ট্রিটে ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় তিতাস গ্যাসের গাজীপুর জোনাল বিপণন অফসিরে ব্যবস্থাপক প্রকৌ. ছাব্বরে আহমদে চৌধুরী জানান, অবধৈ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ পাইপ লাইন অপসারণ অভিযানের অংশ হিসেবেে মঙ্গলবার সকাল থকেে বকিলে র্পযন্ত গাজীপুররে শ্রীপুর উপজলোর ইউর ফ্যাশন রোড, গড়গড়য়িা মাষ্টারবাড়ী, শ্রীপুর ও গাজীপুর এলাকার ৭টি স্পটে ততিাস গ্যাস টি এন্ড ডি কোং লমিটিডে এর গাজীপুর ও ভালুকা জোনাল বিপণন অফিসের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরচিালনা করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শ্রীপুর উপজলো নির্বাহী অফিসার রেহেনা আক্তার এর নতেৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ওই এলাকার এক হাজারটি বাড়ীর তনি হাজারটি অবধৈ চুলায় গ্যাস সংযোগ বচ্ছিন্নি করা হয়। এসময় অবধৈভাবে স্থাপতি ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সংযোগস্থলসহ প্রায় ৩কিলোমটিার পাইপ অপসারণ ও জব্ধ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার খবর পেয়ে অবধৈ গ্যাস ব্যবহারকারীরা এলাকা ছেড়েে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। গাজীপুর জিলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবধৈ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাসরে টি এন্ড ডি এর গাজীপুর জোবিঅ এর ব্যবস্থাপক প্রকৌ. ছাব্বের আহমেদ চৌধুরী, ভালুকা জোবিঅ এর ব্যবস্থাপক প্রকৌ. মো. শাহাবুদ্দনি, ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌ. মো. জাহাঙ্গীর আলম, উপব্যবস্থাপক প্রকৌ. মো. খোরশদে আলম, খন্দকার জাহিদুল হক ও প্রকৌ. মো. আতিকুল ইসলামসহ গাজীপুর এবং ভালুকা জোনাল বিপণন অফিসের র্কমর্কতা উপস্থিত ছিলেন।