জাহিদ হাসান জিহাদঃ টঙ্গীতে গাজীপুর জেলা কাভার্ডভ্যান মালিক সমিতির পরিচিতি সভা ও সংর্বধনা অনুষ্ঠান মঙ্গলবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযাদ্ধা এড. আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গীস্থ¯ বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মােঃ দেলায়ার হােসেন, বক্তব্য রাখেন গাজীপুর জেলা কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদ হােসেন, সহ-সভাপতি হাজী আব্দুর রব, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মাে. আব্দুল হান্নান মিয়া, দপ্তর সম্পাদক এরশাদ হােসেন, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আইয়ুব আলী, কার্যকরি সদস্য দেলোয়ার হােসেন, মাজহারুল ইসলাম মারুফ প্রমুখ।
উল্লেখ্য গাজীপুর জেলা কাভার্ডভ্যান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বীতায় সভাপতি নির্বাচিত হন শাহাব উদ্দিন শাহা। বাকী ১১টি পদে গত ২২ এপ্রিল টঙ্গী চেরাগআলী ট্রাক টার্মিনালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।