সিলেটের কারা ডিআইজির বিরুদ্ধে কারাদন্ড

আবুল কাশেম রুমন,সিলেট:
সিলেটের কারা ডিআইজির বিরুদ্ধে কারাদন্ড প্রদান করা হয়েছে। বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং (অর্থপাচার) আইনে করা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১০ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচার শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০২১ সালের ২৭ ডিসেম্বর দুদক এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

গত ২৪ নভেম্বর মামলাটিতে আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ। গত ১৬ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার্জ শিটভুক্ত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে অভিযানে যায় দুদক। বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরই তাকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *