বাংলারদর্পন :
গতকাল রোববার নিজাম উদ্দিন হাজারী এমপির মামলাটি বিচারপতি হাসান আরিফের একক বেঞ্চে স্থানান্তরিত হয় এবং বিচার কাজ শুরুর জন্য সোমবারের কার্যতালিকায় মামলাটি এক নাম্বারে ছিল। সেই অনুযায়ী আজ সকালে বিচারপতি প্রথমেই মামলাটি হাতে নিয়ে আবার অপারগতা প্রকাশ করেন এবং ফাইল প্রধান বিচারপতির নিকট প্রেরণ করেন।
এ পর্যন্ত সর্বমোট এই মামলাটিতে ছয়জন বিচারপতি বিব্রতবোধ করেছেন।