চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাউজানে নবম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছে নির্বাহী অফিসার শামীম হোসেন।
জানা যায়, রবিবার (২৬ নভেম্বর) দুপুর তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা এই বাল্য বিবাহ বন্ধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা সাধন চাকমা জানান, উপজেলা বাগোয়ান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. জহুরুল আলমের কন্যা ও গশ্চি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর সাথে পার্শ্ববর্তী পাহাড়তলি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার মো. ইদ্রিসের পুত্র মো. ইউনুসের বিয়ের প্রস্তুতি চলছিল।
স্কুলের জন্ম সনদ অনুযায়ী মেয়েটির জন্ম ৭ আগষ্ট ২০০৩ ইং। এমন সংবাদের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহ থেকে মেয়েটিকে রক্ষা করেন। তিনি মেয়ের অভিভাবকের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা গ্রহণ করেন।