তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে ফেনী জেলা প্রশাসনের অভিযান: ৮ জনকে জরিমানা

ফেনী প্রতিনিধি :

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের উদ্যোগে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে আজ ৩ অক্টোবর মঙ্গলবার. দিনব্যাপী  অভিযান পরিচালনা করে ফেনী জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

তিনি জানান, এ সময় প্রকাশ্যে ধূমপানের জন্য ফেনী পৌরসভার সামনে মোশাররফ হোসেনকে  ২০০ টাকা,  মাইন উদ্দিনকে ২০০ টাকা, রোকেয়া শপিং সেন্টারের সামনে  মনির উদ্দিনকে ৩০০ টাকা, সুবাস সাহাকে ৫০০ টাকা, আবু ইউসুফকে ৫০০ টাকা এবংট্রাকে  ধূমপানের দায়ে ট্রাকের সহকারি মো: খায়রুলকে ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয় ।

 

ধূমপানের সতর্কতা নোটিশ না টানানোর জন্য রোকেয়া শপিং সেন্টারের তত্বাবধায়ক খুরশিদ আলমকে ১হাজারটাকা এবং  মহিপালের সুমন স্টোরের মালিক ফিরোজ আলম সুমনকে অবৈধ সিগারেট বিক্রির অপরাধে ১০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *