ফেনী প্রতিনিধি :
ফেনীতে জেলা প্রশাসনের অভিযানে ৩ বেকারীকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, আজ ৩ অক্টোবর মঙ্গলবার. দুপুরে ফেনী শহরের এসএসকে সড়কের বেকারীগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান অাদালত। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, এসএসকে রোডের হেলাল ব্রেডের মালিক হেলাল উদ্দিন আহমদকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ৫০হাজার টাকা, দিলদার ব্রেডের মাহমুদুল হাসানকে রুটির গায়ে মেয়াদের কোন সীল না থাকার জন্য ৫০হাজার টাকা ও জামাল ব্রেডের মালিক জামাল উদ্দিনকে মেয়াদের সিল না থাকা, ভুল মেয়াদ লিখা ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে পণ্য উৎপাদনের কারণে ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় স্যানিটারি পরিদর্শক এস কে বড়ুয়া উপস্থিত ছিলেন।