ফেনী’ প্রতিনিধি :
ফেনীতে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধির তালিকা প্রদর্শন না রাখায় স্টার লাইন পরিববহনকে ৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে ১১ টায় শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের স্টার লাইন বাস কাউন্টারে আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্টার লাইন কাউন্টারে গিয়ে ভাড়ার তালিকা না রাখার দায়ে ৮ হাজার জরিমানা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি মানাসহ বাস ভাড়া ৬০ শতাংশ’র বেশী নেয়া হচ্ছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখা হয়।পাশাপাশি যাত্রীদের টিকিট পর্যবেক্ষণ করা হয়।
তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন, নির্ধারিত ভাড়া আদায়সহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
অভিযানে অংশ নেন পৌর কতৃপক্ষ সহ জেলা পুলিশের একটি দল।