সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩ – বাংলারদর্পন

 

বাংলারদর্পন  : সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইস্টার্ন ঘোউতা এলাকায় বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। সিরিয়ায় বিদ্রোহীদের দখলকৃত এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে গতকাল রবিবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলার পাশাপাশি গোলন্দাজ ইউনিট হামলা চালিয়েছে।হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কমপক্ষে চার শিশু রয়েছে।

চলতি বছরের প্রথম দিকে ইস্টার্ন ঘোউতাকে নিরাপদ এলাকা বলে ঘোষণা করেছিল রাশিয়া, ইরান ও তুর্কি।

তুরস্কের সংবাদমাধ্যশ আনাদলু অবশ্য জানিয়েছে, বিদ্রোহীদের দখলকৃত আবাসিক এলাকা দৌমা, মিসরাবা, ইন তারমা, মেদিরা ও হারাস্তায় হামলা চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *