বাইডেন হোয়াইট হাউসে প্রবেশ করলেন

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র : সদ্য শপথ নেওয়া ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে প্রবেশ করেছেন। আগামী চার বছর স্ত্রী জিল বাইডেনসহ হোয়াইট হাউসে অবস্থান করবেন নতুন এই মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে হোয়াইট হাউসে প্রবেশ করেন বাইডেন।

ক্যাপিটল ভবনে শপথ নেওয়ার পর প্রথমে শ্রদ্ধা জানাতে দেশটির জাতীয় সমাধিস্থলে যান বাইডেন। এরপর হোয়াইট হাউসের উদ্দেশে পাড়ি দেন।

এদিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ আগে হোয়াইট হাউস ছেড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় গিয়ে পৌঁছান। সে সময় সেখানে ট্রাম্পের প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিদায়ের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তার সমর্থকেরা স্লোগান দেন, এখনো আমার প্রেসিডেন্ট এবং ট্রাম্প জিতেছেন। অনেকের হাতে ছিল প্ল্যাকার্ড।

এদিকে এখন পর্যন্ত নির্বাচনে পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জয়ী বাইডেনকে অভিনন্দন পর্যন্ত জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *