বেগমগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ১

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার(২০ জানুয়ারী) রাত ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত রবিউল হোসেন রায়হান(১৮) বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের বাদশা আলমের ছেলে।

নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আটককৃত কিশোরকে আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গতকাল বিকাল সোয়া ৫টার দিকে চৌমুহনী পৌরসভার কন্ট্রেক্টর মসজিদ এলাকায় মোটরসাইকেল যোগে এসে ৩-৪ জন অজ্ঞাত অস্ত্রধারী যুবক মাজহারুল ইসলাম তুর্জয় (২২)কে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল। ধারনা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *