সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ও সুজাপুর গ্রামে ডাকাতির ঘটনায় অালাউদ্দিন এস্কান্দার(৩৪) সাইদ হোসেন আইভি(৩২) ইসমাইল হোসেন খোকন(২৫). বিপ্লব (৩২)ও সাইফুল ইসলাম সেফু (২৪) কে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মো. হুমায়ুন কবির জানান, ধৃতদের স্বীকারোক্তিতে ১ টি কাটারাইফেল, ১ টি এলজি, ৫ রাউন্ড গুলি, ৪ টি কার্তূজ ২টি দা, ১টিরাম দা, ১টিছোরা, ২টি চাপাতি, তালা ইত্যাদি কাটতে ব্যবহৃত বড় কাটার উদ্ধার করা হয়।
বৃহষ্পতিবার ফেনীর বিজ্ঞ অাদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়।
উল্লেখ্য, সোমবার রাতে সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে দুটি বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে