মোশারফ হোসেন , রামগড় :
পার্বত্য খাগড়াছড়ি রামগড় উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বর্তমান বিধি-নিষেধ কার্যকর করার জন্য রামগড় উপজেলা প্রশাসন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) রামগড় বাজার, সোনাইপুল, কালাডেবা বাজার সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু, মাহমুদ উল্ল্যাহ মারুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরিন আক্তার।
এসময় অভিযান পরিচালনার মাঠে আরও উপস্থিত ছিলেন, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি সদস্যরা। এছাড়া রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান এর নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা নিরলস ভাবে তাঁদের দায়িত্ব পালন করে।