ফেনী প্রতিনিধি :
সাপ্তাহিক ফেনীর ডাকে সংবাদ প্রকাশের পর ফেনীর পরিবেশ বিষয়ক বিশেষ আদালতে একটি মামলা করেছেন উন্নয়ন সংস্থা ‘ফেনী হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এর নির্বাহি পরিচালক এড. জাহাঙ্গীর আলম নান্টু ।
জানা যায়, সোনাগাজীসহ ফেনীর সকল উপজেলায় প্রানী সম্পদ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে শত শত পোল্ট্রি খামার এবং গরুর খামার। এসব খামারের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খাল ও নদ-নদীতে ।
এতে পরিবেশ দুষনের পাশাপাশি দুষিত হচ্ছে খাল ও নদ-নদীর পানি। ধবংস হচ্ছে খাল ও নদীর মাছ, নষ্ট হচ্ছে ফসলি জমি এবং কৃষকের ফসল ।
এ ব্যাপারে গত ১১ অক্টোবর সাপ্তাহিক ফেনীর ডাকে প্রথম পৃষ্ঠায় ‘ফেনীতে মুরগীর বর্জ্যের দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর প্রতিকার চেয়ে বুধবার ফেনীর পরিবেশ বিষয়ক বিশেষ আদালতে একটি মামলা করেন উন্নয়ন সংস্থা ‘ফেনী হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ এর নির্বাহি পরিচালক এড. জাহাঙ্গীর আলম নান্টু ।
এড. জাহাঙ্গীর জানান, প্রানী সম্পদ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে শত শত পোল্ট্রি ও গরুর খামার । সংস্থার পক্ষ থেকে সাপ্তাহিক ফেনীর ডাকের নির্বাহী সম্পাদক সৈয়দ মনির আহমদকে বিষযটি অবহিত করি। তিনি সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট ব্যাক্তি ও ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে একটি সচিত্র প্রতিবেদন করেন।
সাপ্তাহিক ফেনীর ডাকের উক্ত সংবাদটি দৃষ্টিগোচর হওয়ার পর ফেনীর পরিবেশ বিষয়ক বিশেষ আদালতে বুধবার একটি মামলা করি। উক্ত আদালতের বিচারিক হাকিম মো. জাকির হোসাইন মামলাটি আমলে নিয়েছেন। আশাকরি আদালত অতি দ্র্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন। বাংলারদর্পণ।
ফেনীতে মুরগীর বর্জ্যের দুর্গন্ধে জনজীবন বিপর্যস্ত ও দূষিত হচ্ছে পরিবেশ