শেখ সিরাজদ্দৌলাহ লিংকন, কয়রা :
লকডাউন অমান্য করে দোকান খোলার অপরাধে কয়রা সদরের ১৯টি দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বাজারের ১৯টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১১টি মামলার মাধ্যমে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৪ জুন বুধবার বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, সম্প্রতি কয়রায় কয়েক ব্যক্তি করনা ভাইরাসে আক্রান্ত হন।
সংক্রমণ রোধে উপজেলার সকল বাজার ঘাট লকডাউন করা হলেও একশ্রেণীর ব্যবসায়ীরা মাঝে মাঝে দোকান খোলা রেখে ভিড সৃষ্টি করেন। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮সালের ২৫ ধারায় জরিমানা করা হচ্ছে।