সরকারি জায়গায় গাছ ও মাটি কাটায় : মেম্বারকে ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করলেন চেয়ারম্যান
ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বদর মোকাম খালের পাড়ে অবৈধভাবে গাছ ও মাটি কাটার দায়ে এক ইউপি সদস্যকে ম্যাজিষ্ট্রেটের কাছে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান । বৃহষ্পতিবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে বদর মোকাম খালের পালগিরি অংশে স্কেভেটর দিয়ে মাটি ও গাছ কেটে বিক্রি করেন চর দরবেশ ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য রমজান আলী। খবর পেয়ে স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে যান মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু। অবৈধভাবে সরকারি জায়গায় মাটি ও গাছ কাটার দৃশ্য দেখে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার জাকির হোসেনকে খবর দেন চেয়ারম্যান রবিউজ্জামান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মাটি কাটার স্কেভেটর জব্দ করা হয় এবং ইউপি সদস্য রমজানকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করা হয়।
ইউপি সদস্য রমজান আলী মাটি ও গাছ কাটার বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় কয়েকজন মাটিদস্যু এ কাজে জড়িত ।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব জানান, জনপ্রতিনিধিগন সরকারি সম্পদ রক্ষার শপথ নিয়েছেন । সেই শপথ ভঙ্গ করায় চর দরবেশ ইউপি সদস্য রমজান আলীকে সতর্ক করা হয় এবং মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।