জাহিদ হাসান জিহাদঃ সাম্প্রতীক গাজীপুর জেলা কার্ভাডভ্যান মালিক সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে বিপুল ভোটে বিজয়ী মোঃ আব্দুল হান্নানকে ফুললে শুভেচ্ছা জানিয়েছেন ৫২নং ওয়ার্ড জাতীয় শ্রমীকলীগ ও আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। গত সোমবার ৫২নং ওর্য়াড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদর্প্রাথী এস.এম শরীফুল ইসলাম বাধনের অফিসে ৫২নং ওর্য়াড শ্রমীক লীগের সভাপতি আলহাজ রমজান আলী মোল্লা ও এস.এম শরীফুল ইসলাম বাধনের নেতৃত্বে এই ফুললে শুভেচ্ছা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন ৫২ নং ওর্য়াড যুবলীগ নেতা মোঃ আফজাল হোসেন বাবু, এড্যাঃ মানিক মিয়া, ইউনূস পাটোয়ারি এস.এম সফিকুল ইসলাম সজীব, বদরউদ্দিন বাদল, ইঞ্জি: মাইন উদ্দিন দেলোয়ার হোসেন, আলতাব হোসেন, মনির হোসেন, রুবেল মাস্টার, সোহান মিয়া, নয়ন খাঁন, বিরাজ রাজ, আল-আমিন, হৃদয় খাঁন, হাবিব মিয়া সহ জাতীয় শ্রমীকলীগও আওয়ামী যুবলীগের ওর্য়াড র্পযায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।