মিজানুর রহমান >> ফেনীর প্রিন্স কমিউনিটি সেন্টারে বৃহষ্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন এর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে।
জানা যায়, পুর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহষ্পতিবার দুপুরে প্রিন্স কমিউনিটি সেন্টারে , মোটবী গ্রামের অাবদুল মালেকের ছেলে সাইফুল ইসলামের সাথে পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের গোফরান মিয়ার মেয়ের (১৬) বিয়ের অানুষ্ঠানিকতা শুরু হয়।
খবর পেয়ে, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ঘটনাস্থলে গিয়ে বিয়ে স্থগিত করেন।
তিনি জানান, বর কন্যাকে মুছলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।