ফেনীতে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি ‘সাইফ’ – বাংলারদর্পন

বাংলারদর্পন : ফেনীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফ উদ্দিন। বৃহস্পতিবার সকালে শহরের এসএসকে সড়কের ফেনী ন্যাশনাল কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনের সভাপতিত্বে ও স্টার লাইন ফুড প্রোডাক্টস লি: এর সিনিয়র মহাব্যবস্থাপক সঞ্জীব সাহা টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্ম সাইফ উদ্দিন, গেম স্পীড ম্যানেজমেন্ট’র প্রতিনিধি শরীফুল ইসলাম অপু, ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সন্তোষ রঞ্জন নাথ, স্টার লাইন গ্রুপের পরিচালক মাহমুদুল হক চৌধুরী মনির ও মাঈন উদ্দিন।

এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, যতন মজুমদার, ডিবিসি টিভির ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঞা, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন।

অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমানসহ  ফেনীতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে ক্রিকেটার সাইফ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই অনুষ্ঠানে স্টার লাইন গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বসেডর হিসেবে সাইফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করে। এসময় ফেনীর তরুণ ক্রিকেটারদের উৎসাহ ও প্রশিক্ষণ দিতে সাইফকে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *