সোনাগাজী প্রতিনিধি :
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ টুর্নামেন্ট অনুর্ধ্ব -১৭ সোনাগাজী উপজেলা পর্যায়ের খেলা আজ বুধবার বিকালে উদ্বোধন করা হয় ।

বখতারমুন্সি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগীতায় উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজ, সহকারি পুলিশ সুপার সাইকুল ইসলাম ভুঞা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন।
আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিন, জহিরুল আলম জহির, মোশারফ হোসেন বাদল, মোশারেফ হোসেন মিলন প্রমুখ।
উদ্বোধনি খেলায় সোনাগাজী ইউনিয়নকে ২-০ গোলে পরাজীত করে চর ছান্দিয়া ইউনিয়ন দল।