কুলিয়ারচরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত | বাংলারদর্পণ

মুহাম্মদ কাইসার হামিদ >>>
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিবাহিত বনাম অবিবাহিতের মধ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) বিকালে উপজেলার সালুয়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ মাঠে সালুয়া ইউনিয়ন পরিষদের ৮নং সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. সিদ্দিক মিয়ার সার্বিক সহযোগীতার ও নেতৃত্বে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যকার হা-ডু-ডু খেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও সালুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান।

খেলায় দু দলের অধিনায়ক ছিলেন শাহ আলম ও হৃদয়। খেলা পরিচালনা করেন, যুবলীগ মো. বাবুল মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের প্রিন্সিপাল শেখ মুজিবুর রহমান, সালুয়া উনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড সভাপতি মো. সোহাগ মিয়া, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুল্লাহ ও মো. মুর্শিদ মিয়াসহ এলাকার সহস্রাধিক জনতা।

খেলায় আকর্ষণী পুরস্কার ছিল একটি খাসী। কিন্তু ড্র হওয়ায় পুরস্কারটি কোন দলের ভাগ্যে জোটেনি। খেলাটি আবার আগামী ১৭ আগষ্ট রোজ সোমবার বিকালে নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলার আয়োজক ইউপি সদস্য মো. সিদ্দিক মিয়া।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *