বাংলারদর্পন –
ফেনী মডেল থানায় শীতকালীন ব্যাডমিন্টন খেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার। এসময় তিনি বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। ব্যাডমিন্টন একটি ব্যায়বহুল খেলা হলেও এ খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এসময় প্রধান অতিথি ক্রীড়া বিনোদনের জন্য ব্যাডমিন্টন খেলার আয়োজন করায় ফেনী মডেল থানার পরিদর্শককে ধন্যবাদ জানিয়ে বলেন, শরীর সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। ব্যাডমিন্টন একটি সৌখিন খেলা। সারা বিশ্বে এ খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন,ফেনী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজি মনিরুজ্জামান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)উক্য সিং, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর দপ্তর) মোহম্মদ খালেদ, ফেনী ট্রফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক, ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী,(তদন্ত) শহিদুল ইসলামসহ জেলা ক্রীয়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।