মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
কোটচাঁদপুর থেকে মোঃ আসিফ নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। জানা যায়, কাগমারী সরকারপাড়ার মোঃ আবু হানিফের ছেলে মোঃ আসিফ (১৩) গত ১৭ই অক্টোবর-১৭ইং শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বাড়ী থেকে ছাই কালারের টাউজার প্যান্ট ও লাল সবুজ কালারের কলার দেওয়া গেঞ্জি গাঁয়ে দিয়ে বাড়ী থেকে কোটচাঁদপুর লিমা বেকারীর উদ্দেশ্যে বের হয়ে সে নিখোঁজ হয়েছে।
কথা হয় তার পিতা-মোঃ আবু হানিফের সাথে, তিনি বলেন আমার ছেলে লিমা বেকারীর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফেরেনি। এরপর আমি সহ পরিবারের লোকজন বাজারে লিমা বেকারীতে এসে তার খোঁজ করি কিন্তু তার কোন খোঁজ মেলেনি। লিমা বেকারীর মালিক বলেন, সে আজ আমার এখানে আসেনি। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি তারপরও আমরা তার খোঁজ পায়নি।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি আসিফের খোঁজ পান তাহলে কোটচাঁদপুর বাজারের লিমা বেকারীতে অথবা মোবাঃ ০১৭৪২-৬৫১৭৭২ নাম্বারে খোঁজ দেওয়ার অনুরোধ করা হইল। পরে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরী করি। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, এ বিষয়ে আমি শুনেছি এবং আমাদের পক্ষ থেকে তাকে খোঁজা অব্যাহত আছে। আর এ ব্যাপারে থানায় জিডি করেছেন। জিডি নং-৭৮৫/১৭, তারিখঃ ১৮/১১/১৭ইং। যদি কোন ব্যক্তি এই ছেলেটির খোঁজ পান তাহলে কোটচাঁদপুর থানায় অথবা উপরে উল্লেখিত স্থান বা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।