নোবিপ্রবি প্রতিবেদক : সডক দুর্ঘটনায় নিহত ফৌজিয়া মোসলেম সিলভির স্মরনে আজ সাড়ে ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ও নোবিপ্রবির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মানববন্ধনে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর ও শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা চার লেনের সড়ক নির্মান, ঝুঁকিপূর্ণ যান চলাচল বন্ধের জোর দাবী জানান। বক্তারা স্থানীয় জনপ্রতিনিধি একরামুল করিমকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।