ফেনী :
ফেনীতে জুলাই আন্দোলনের মিছিলে হামলার একটি মামলায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
এদিন, সকাল ১১টার দিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম।
জানাগেছে, জুলাই আন্দোলন চলাকালে ৪ আগষ্ট ফেনীর মহিপালে ছাত্রআন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ছাত্রদলকর্মী ও জুলাইযোদ্ধা ছাইদুর রহমানের দায়েরকৃত মামলায় আনোয়ার হোসেন(৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সে সোনাগাজী পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর চরছান্দিয়া গ্রামের সরু মাঝি বাড়ির নুর ইসলামের ছেলে। ২০১৩ সালে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর কর্পোরাল পদে অবসরে যান।
জসিম উদ্দিন নামে এক ভুুক্তভোগি মৎস্যচাষী জানান, আনোয়ার নিজেকে আর্মি অফিসার দাবি করে উপকুলীয় চরখোন্দকার, মুহুরিপ্রজেক্ট ও চর ধলিতে ৫০০ একর জমি জবর দখল করেছে। বাধা দেওয়ায় সেসহ কয়েকজন মৎস্যচাষীকে হত্যাচেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন।
সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ভূমি জবরদখল ও হত্যাচেষ্টার ঘটনায় সোনাগাজী থানায় আনোয়ারের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, ধৃত আনোয়ারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ফেনী থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া সোনাগাজী থানায় চারটি ও যশোর থানার একটি মামলায় এক বছরের সাজা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।