ফেনীতে ছাত্রদল নেতাসহ ৪ মাদকসেবির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
ফেনীর লালপোল বেদেপল্লীতে অভিযান চালিয়েছে জেলাপ্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করেন জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান।

 

জানাগেছে, বেদেপল্লীতে মাদক সেবনকালে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের এক নেতাসহ চারজনকে আটক করা হয়। ধৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে প্রত্যেককে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

 

সাজাপ্রাপ্তরা হলেন, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও দাগনভূঁঞার মোমারিজপুর গ্রামের জয়নাল আবেদীন ছেলে জাহিদুল আবেদীন সাগর (২৬), ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার মারই কমনহাতা গ্রামের শেখ ফরিদের ছেলে আব্দুল মন্নান (৩৫), ফরিদপুরের পাঁচখাইচাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া (৩২) ও বরিশালের বহিলাতলি গ্রামের দুলাল হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩০)।

 

ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বলেন, বেদেপল্লীতে মাদক সেবনকালে ওই চারজনকে আটক করা হয়। জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিনদিনের কারাদণ্ড ও ১০০ টাকা হারে জরিমানা করেছেন।

 

এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা জাহিদুল আবেদীন সাগর কে স্বীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *