ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির চার দফা দাবি সম্বলিত পোস্টার উম্মোচন

ফেনী প্রতিনিধি
ফেনীবাসীর জীবনমান ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রশাসন এবং জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষনের জন্য ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) কর্তৃক ৪ দফা দাবি সম্বলিত একটি পোষ্টার প্রদর্শনীর মাধ্যমে উন্মোচন করা হয়।

দাবীগুলো হল পূর্বস্থানে শহীদ জহির রায়হান হল পুণঃনির্মান , লালপুলে ফ্লাইওভার নির্মান, শহরের গোডাউন কোয়াটারে ফ্লাইওভার ও মেডিকেল কলেজ স্থাপন।

এ উপলক্ষ্যে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ফেনী শহরের একটি রেষ্টুরেন্টে সূধী সমাবেশ এর আয়োজন করা হয়।

এফডিসি’র আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রথম আলো-র জেলা প্রতিনিধি মুক্তিযাদ্ধা আবু তাহের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাসার মজুমদার তপন।

, বিশেষ অতিথি ছিলেন এফডিসি’র আহ্বায়ক কমিটির সদস্য বিজ্ঞ জিপি এড. প্রিয় রন্জন দত্ত, এফডিসি’র আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য বীর মুক্তিযাদ্ধা মোস্তফা হোসেন,ও এফডিসি’র আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য ফেনী পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফডিসি’র সদস্য সচিব শান্তি রন্জন চৌধুরী, সহকারী সদস্য সচিব(দপ্তর) কাফি দিদার ও সদস্য জাহাঙ্গীর আলম।

অনলাইনে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন এফডিসির অন্যতম উদ্যোক্তা ও যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা চৌধুরী এবং এফডিসি’র আহ্বায়ক সাইফ মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তপন মজুমদার এফডিসির ৪ দফা দাবিকে সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং বাস্তবায়নের জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনএন জীবন, মুক্তির৭১ নিউজের নির্বাহি সম্পাদক নুসরাত চৌধুরী এ্যডিভোকেট সমির কর, সম্মিলিত সাংস্কিৃতিক জোটের সমির চন্দ্র দেবনাথ, এফডিসির সদস্য এবি দাস, সেলিম প্রমুখ।

সভায় উদ্যোক্তা ও বক্তারা ফেনীর দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে এফডিসির পাশে থেকে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।

ফেনীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এফডিসির উত্থাপিত দাবীগুলোর সাথে ঐক্যমত পোষন করে বক্তব্য রাখেন।

পোষ্টার উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান শেষে চা চক্রের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *