ফেনীতে প্রাণের গাড়ীতে ছিনতাই, এসআর ও চালককে কুপিয়ে জখম

প্রতিবেদক :
ফেনী সদর উপজেলার ছনুয়ায় প্রাণ কোম্পানীর একটি গাড়ীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাধা দেওয়ায় কোম্পানীর এসআর ও চালককে কুপিয়ে জখম ছিনতাইকারিরা।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ছনুয়া রবি টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন প্রাণের ডিলার আশ্রাফুল ইসলাম।

 

জানাগেছে, সোমবার বিকাল ৫টার দিকে প্রাণ কোম্পানীর একটি পিকাপ লস্করহাট থেকে লালপোল যাওয়ার পথে ছনুয়া রবি টাওয়ারের সামনের একদল ছিনতাইকারির কবলে পড়ে।

 

এসময় সশস্ত্র ছিনতাইকারিরা কোম্পানীর এসআন সুজন চন্দ্র দাস (৩০) ও পিকআপ চালক মারুফ হোসেন (৩০) কে কুপিয়ে নগদ প্রায় ৮০ হাজার টাকা ও ১টি এন্ড্রোয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

 

শোর-চিৎকারে আশেপাশের লোকজন বেরিয়ে এসে তাদের উদ্ধার করে লেমুয়া জননী মেডিসপ নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় প্রাণের ডিলার আশ্রাফুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত তিনজনের নামে অভিযোগ করেছেন।

 

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *