বসন্তরাগ – ছায়েদ রোজিনা আক্তার রোজি

বসন্তরাগ – ছায়েদ রোজিনা আক্তার রোজি

————————————

যেতে চাও ফিরে? যাও,

-পথ উন্মুক্ত আছে, পথে নেই কোনো কাটা!

যেদিকে তুমি তাকাও

–সবুজ প্রান্তর ঘেরা দশমিক,দেখতে কি পাও?

যাও,যেদিকে ইচ্ছে তোমার,

-যে যেতে চায় তাকে থামায় ,বল ,সাধ্য কার!

 

জোর করে থামানো ভালো নয়,

-জোরের ভিতর কখনও ক্ষোভ জমা হয়।

ক্ষোভের শরীলে থাকে অজস্র ফলা,

-সোজাসাপটা কথাই ভালো থাক না ছলাকলা। 

সাদাকে সাদাই বলি,কালোকে বা কালো,

-কি লাভ যদি আধাঁরকে বলি আলো।

আলোর উদ্ভাসে পুড়ে যায় মন,

-মন!সে আবার বুঝেছে, কোথায় কে কখন।

 

অবোধ্য বেদনার সাথে সখ্য,

তাই হয়ত জীবনের প্রাপ্তি, -অদেখা আলেখ্য।

 

তবু কেন দেখা হয়ে যায়,বারে বার,

-পথও কি জানে,জাদু কিছু পথে পথ মিলাবার।

 

পথের শেষে যে পথ মিলে,

সেই বিন্দুতে কেন ,হঠাৎ -দেখা দিয়ে চমকে দিলে।

 

যাও,যেতেই তো চেয়েছ তুমি,

পড়ে থাক ছেড়া মালা ,না লেখা কবিতার মনোভূমি।

 

পড়ে থাক কিছু না ভুলার অপূর্ণ স্মৃতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *