গৃহ শিক্ষক –ছায়েদ রােজিনা আক্তার (রোজি)
—————
আমি ছিলাম অতি সাধারন, বােকা সােকা লাজ নম্র ময়
ধুলাকত মিশে থাকতাম, কথা হতো লতা লগ পাতার মতো
আমার কােন চক্ষু ছিলনা, তুমি আমাকে চক্ষু দিয়েছিল
শ্রবন-বধির আমি ছিলাম না কিন্তু পাখির শব্দ ছাড়া অন্য কিছু
কখনো শুনিনি, তুমি আমাকে শব্দ দিয়েছ মধুর মত।
আমার সাহস ছিলনা, বাতায়ন দেখিনি, খােলা আকাশ
দিগ দেখিনি তুমি, তুমি আমাকে বাইরে এনেছিল,
তুমি আমাকে হাত ধরতে শিখিয়েছিলে, স্পর্শ করতে শিখিয়েছ।
বলেছ! পৃথিবী সুন্দর আরাে সুন্দর স্বপ্ন নিয়ে বেঁচে থাকা।
তুমি আমাকে প্রজাপতির গল্প বলেছিল……..
আগুন পাড়া হরিনীর কথা, তুমি আমাকে দিঘীর গল্প বলছিল।
বলেছিল! সাত সমুদ্র রাজপুকুর প্রাণভোমরা আর গভিরতার কথা
তুমি আমাকে ডুব দিতে শিখিয়েছ, শিখিয়েছ ভেসে উঠতে
উজ্জ্বলতা শিখিয়েছ, ঝর্ণার মধ্যে স্নান করতে শিখিয়েছ
চিঠি লিখতে, চিঠি পড়তে চিঠি পড়ে কাঁদতে শিখিয়েছ!
তুমি আমাকে ফুটে উঠতে বলেছিল, বলেছিল দ্যাখা
আমি গভীর সরাবর পদ্মফুল ফুটে উঠেছিলাম
আমি চােখ মেলে তোমাকে দেখছি, তোমার সবুজ
চির সবুজ! রহস্যময় অবধি প্রবাল কবিতায় ভাসতে ভাসতে
এই আমাকে প্রস্ফুটিত, উন্মোক্ত, অনবগনিত রেখে
আজ তােমাকে আমি অন্য কারো গৃহ শিক্ষক হতে দিতে পারিনা।
লেখকঃ- ছায়েদ রােজিনা আক্তার (রােজি)
এলএল বি(অনার্স) ২য় বর্ষ
সাউদার্ন ইউনিভার্সিটি, চট্টগ্রাম।