শিক্ষা ও চাকরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা হাসিনা বেগম

কাজী ইফতেখারুল আলম: ফেনীর সোনাগাজী উপজেলার ফতেপুর গ্রামে জন্মগ্রহন করেন হাসিনা বেগম।
শিক্ষাজীবনের সর্বত্র তিনি রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যথাক্রমে অষ্টাদশ ও তৃতীয় স্থান অধিকার করে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সসহ এমএ ডিগ্রী অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি বিসিএস প্রশাসনে ক্যাডারে যোগদান করেন।

চাকরিক্ষেত্রে তিনি যে সকল দপ্তরের প্রথম মহিলা কর্মকর্তা হিসেবে ছিলেন।
*এসি(ল্যান্ড) , চট্রগ্রাম মহানগর।
*ভূমি হুকুম দখল কর্মকর্তা ও নেজারত ডিপুটি কালেক্টর,চট্রগ্রাম কালেক্টর।
*রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেল সুপার ও অধ্যক্ষ বিয়াম স্কুল,কক্সবাজার।
*চার্জ অফিসার, জোনাল সেটেলমেন্ট অফিস, কুমিল্লা।
*নোয়াখালীর প্রথম মহিলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মজীবনে উল্লেখযোগ্য ভূমিকার রাখার জন্য তিনি-
*জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১২
*বনায়নে ভূমিকা রাখার জন্য বিভাগিয় পদক।
*জনপ্রশাসন পদক-২০১৬।
*বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কানাডিয়ান হাই কমিশন কর্তৃত্ব “স্বীকৃতি সম্মাননা” অর্জন করেছেন।
*বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ণেন্স ইনোভেশন ইউনিটের কর্মরত রয়েছেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছেন।

শিক্ষা ও কর্মক্ষেত্রে তার এ অসামান্য অবদান বিবেচনায় তিনি ফেনী জেলা হতে “শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী” ক্যাটাগরিতে তাকে ‘শ্রেষ্ঠ জয়িতা ‘ হিসেবে শুক্রবার (৯ডিসেম্বর) তাকে জেলা প্রশাসকের সম্মেল কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *