চট্টগ্রামে জাল নোটসহ  গ্রেপ্তার ২

 

মোঃ আলাউদ্দীন  :

 

বন্দর নগরী চট্টগ্রামের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট, মধ্যম হালিশহর, নিউ ক্যাফে মালেক হোটেল এন্ড বিরানী হাউসে অভিযান পরিচালনা করে ১৮হাজার টাকা মূল্যমানের জাল নোট সহ ২ আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

মোঃ সাগর(২৪) পিতা-দীন মোহাম্মদ, মাতা-নুর বেগম, গ্রাম-তেলিপাড়া, ঈদগাঁও বাজারের পশ্চিম পাশে, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-আনোয়ার এর ভাড়াটিয়া, কাশেম ভবনের পাশে, বালুছড়া, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, মোঃ মিজানুর রহমান(২৬), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-ছলমা খাতুন, সাং-জাকিরপাড়া, ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-রাঙ্গারচর, চিবা বর এর বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম।

 

১৮ মার্চ ২০১৮ ইং তারিখ বিকাল ৪ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান ও পুলিশ পরিদর্শক সন্জয় কুমার সিন্হা এর নেতৃত্বে এসআই/মোঃ আজাহারুল ইসলাম, এসআই/রূপন কুমার দে, এসআই/শেখ মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট, মধ্যম হালিশহর, নিউ ক্যাফে মালেক হোটেল এন্ড বিরানী হাউসে অভিযান পরিচালনা করে ১৮,হাজার টাকা মূল্যমানের জাল নোট সহ ২ আসামীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে জাল টাকার কারবার করার জন্য পলাতক আসামী নবী হোসেন(৪২), পিতা-মৃত আমির হোসেন, সাং-ঈদগাঁও, তেলিপাড়া, থানা-কক্সাবাজার সদর, জেলা-কক্সবাজার এর নিকট থেকে ৫হাজার- টাকার বিনিময়ে উল্লেখিত জাল নোট সমূহ ক্রয় করেছে এবং অধিক মূল্যে জাল টাকার নোট সমূহ খাঁটি বলে বিক্রয় করার জন্য বর্ণিত স্থানে অবস্থান করছিল মর্মে স্বীকার করে।

 

গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *