চান্দগাঁও সব্যসাচী সংসদ অলিম্পিক ফুটবল টূর্ণামেন্টে শমশের সুফি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

 

 

মোঃ আলাউদ্দীন :

 

৪নং চাঁন্দগাও ওয়ার্ডের খাজা রোডে সব্যসাচী সংসদ আয়োজিত অলিম্পিক নাইট শর্টবার ফুটবল টূর্ণামেন্ট‘র ফাইনাল খেলায় শমশের সুফি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খাজা রোজে বাদমতলী আমিনের দোকান সংলগ্ন  মাঠে ট্রাইবেকারে শমশের সুফি স্মৃতি সংসদ ফোর স্টার ক্লাবকে ২-১ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ে গোলশূন্য খেলা ড্র হওয়ার পর খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ। আয়াত এন্টারপ্রাইজের পৃষ্ঠপোষকতায় এই টূর্ণামেন্টের ফাইনাল খেলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসান চৌধুরী খোকন। মো. সাইমন পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টূর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ি মো. ইলিয়াছ, নগর যুবলীগের সদস্য এস.এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, যুবনেতা আশরাফুল গণি, মো. আনিসুল হক পাটোয়ারী, মো. খালেদ কিবরিয়া চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান শিশির, আলহাজ্ব এম.এ কাদের, আলহাজ্ব মো. দিদারুল আলম, মো. হোসেন, মো. ইলিয়াছ, মো. কামরুল ইসলাম, মো. মুজিবুল হক, যুবনেতা ইয়াছিন ভূইয়া। সংগঠনের উপদেষ্টা মল্ডলীর সদস্য মো. গোলাম রসূল মান্নান, মো. মাসুম পাটোয়ারী, মো. আবদুর রহিম, আলহাজ্ব মাওলানা মো. আবদুল্লাহ, সাহেদ আহমেদ সুজন, মো. সিরাজ, ইসমাইল হোসেন রুভেল, জুনায়েদ আলম, মো. আব্রারার, ইকবাল হোসেন, মো. সাকিব, মো. খোরশেদ প্রমুখ।

টূর্ণামেন্টের সেরা দল: এজাহার মিয়া স্মৃতি সংসদ, সেরা গোলকিপার: মো. তারেক, সেরা খেলোয়াড়: মো. সাজ্জাদ, সেরা গোলদাতা: মো. দিদার নির্বাচিত হন। টূর্ণামেন্টে ৩২ দল অংশগ্রহণ করে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে প্রতিযোগিতার পর সমাপণী খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়েছেন।  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিগণ চ্যাম্পিয়ন, রানার্সআপ, যথাক্রমে- ২০ হাজার টাকা, ট্রফি, ১৫ হাজার টাকা, ট্রফি তুলে দেন। রেফারী মো. হারিছ উদ্দিন, লাইন্সম্যান মো. ইকবাল, মো. সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *