ইমাম উদ্দিন সুমন, নােয়াখালী প্রতিনিধি:
নােয়াখালীত চরজব্বর থানার নির্দেশ অমান্য করে এক অসহায় পরিবারের ভূমি দখল, গাছপালা কর্তন ও ব্যাপক লুটপাট করে স্থানীয় বেশ কিছু ভূমিদস্যু। ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের আব্দুল হামিদের বাড়িতে।
ক্ষতিগ্রস্তরা জানান. দীর্ঘ ৩৫ বছর বাড়িটিতে ভােগ দখল করে আসছেন । শনিবার ভূমিদস্যুরা বাড়িটি দখল করার চেষ্টা করে, এতে বাড়ির মালিক আবু ছায়েদ বাধা দিলে তাদের কে অস্ত্রের মুখে জিম্মি করে গাছপালা কেটে ফেলে এবং নগদ টাকা সহ বেশকিছু গবাদি পশু নিয়ে যায় ।
মামলার প্রস্ততি চলছে…..।